Advertisement
Advertisement

Breaking News

পৌষের কালীপুজোয় রকমারি ভোগ, ৪৫১ পদ নিবেদন উত্তর কলকাতার রায়চৌধুরী বাড়িতে, দেখুন ছবি

মণীন্দ্র কলেজের পাশের রায়চৌধুরী বাড়ির পুজো বিখ্যাত তার রকমারি ভোগের জন্য।

শীতের কলকাতায় উৎসবের মেজাজ। সদ্য ক্রিসমাস, বর্ষবরণের পাট চুকেছে। এবার বছরের প্রথম পুজোয় মেতেছে উত্তর কলকাতা। ছবি: গোপাল দাস।

বাগবাজারের বনেদি রায়চৌধুরী পরিবারে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী পৌষকালী পুজো। ছবি: গোপাল দাস।

মণীন্দ্র কলেজের পাশের রায়চৌধুরী বাড়ির এই পুজো বিখ্যাত তার ভোগের জন্য। একদিনে রান্না হয় প্রচুর পদ। ছবি: গোপাল দাস।

দেশে সমস্ত বড় পুজো বা ধর্মীয় উৎসবে যতরকমের ভোগ বছরের বিভিন্ন সময় তৈরি হয়, তা প্রতি পৌষ মাসে বাগবাজার রায়চৌধুরী বাড়িতে তৈরি হয় একদিনে। ছবি: গোপাল দাস।

দেবীর সামনে সাজিয়ে দেওয়া হয় ৪৫১ রকমের বৈচিত্র্যময় ভোগ। ছবি: গোপাল দাস।

রাজকীয় ভোগের বিপুল আয়োজন চলে কয়েক দিন ধরেই। ছবি: গোপাল দাস।

দেবীর সামনে নিজের হাতে ভোগ সাজিয়ে দেন পরিবারের সদস্যরাই।