Advertisement
Advertisement
Bengali Movie

এপ্রিল-মে মাসে টলিউড জমজমাট, সিনেমা হলে মুক্তি পাচ্ছে এক ঝাঁক বাংলা ছবি

সিনেপ্রেমীদের জন্য দারুণ খবর।

অভিযান- পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিযান ছবি দিয়েই সিনেমার পর্দায় ফের দেখা মিলবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এই ছবি ঘোষণা হওয়ার পর থেকেই ছিল খবরে। এই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, কিউ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পাওলি দাম, ত্রিধা চৌধুরী, পায়েল সরকার, সোহিনী সেনগুপ্ত। ছবিটি মুক্তি পাচ্ছে ১৫ এপ্রিল।

দ্য একেন- সিরিজ থেকে এবার সিনেপর্দায় একেন বাবু। ১৪ এপ্রিল সিনেমাহলে দেখা মিলবে দ্য একেন ও তার দলবলদের। দার্জিলিংয়ে কি রহস্যের সমাধান করতে পারবে একেন বাবু? উত্তর মিলবে ছবির পর্দায়। এই ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, পায়েল সরকার, দেবাশিস মণ্ডল, সুহোত্র মুখোপাধ্যায়, আরজে সোমক। ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।

রাবণ- একেবারে নতুন অবতারে সিনেপর্দায় আসছেন টলি সুপারস্টার জিৎ। নবাগতা লহমা ভট্টাচার্যর সঙ্গে এই ছবিতে জুটি বাঁধছেন জিৎ। অ্যাকশন প্যাকড এই ছবি নিয়ে ইতিমধ্যেই জিৎ অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই ছবি মুক্তি পাচ্ছে ২৯ এপ্রিল।

কিশমিশ- বহুবছর পর বাংলা ছবির বক্স অফিসে দেব ও জিতের টক্কর। দেব ও রুক্মিণী জুটির 'কিশমিশ' কিন্তু ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এই ছবিতে চার অবতারে দেখা যাবে দেবকে। প্রেমের গল্পে দেব ও রুক্মিণীকে দেখাতে হলে অপেক্ষা করতে হবে ২৯ এপ্রিল পর্যন্ত। ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়।

মিনি- মাসি ও বোনঝির মিষ্টি সম্পর্কের গল্প নিয়েই পরিচালক মৈনাক ভৌমিক তৈরি করেছেন নতুন ছবি মিনি। এই ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, অয়ন্না মুখোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, কমলিনী বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষী মৌলিক, রুদ্রজিৎ মুখোপাধ্যায়। ছবিটি মুক্তি পাবে ৬ মে।

কলকাতার হ্যারি- কলকাতার অলিগলিতে ঘুরবে জাদুকর হ্যারি। তবে শুধু ম্যাজিক নয়, কলকাতার হ্যারি বলবে অন্যরকম গল্প। ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, লাবণি সরকার, অরিন্দম গঙ্গোপাধ্যায়, সুদীপা বসু।

এক্স ইক্যুয়াল্টু প্রেম- ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবি এক্স ইক্যুয়াল্টু প্রেম ছবির গান পছন্দ করেছে সঙ্গীতপ্রেমী। বিশেষ করেছে মন কেড়েছে ভালবাসার মরশুম গানটি। তবে নতুন প্রজন্মের প্রেমের গল্প দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন বাংলা সিনেমার দর্শক। ছবিটি মুক্তি পাবে ১৩ মে।