Advertisement
Advertisement

Breaking News

Ronaldo Hotel

সৌদি আরবে নয়া বাসস্থান রোনাল্ডোর, দেখে নিন বিলাসবহুল হোটেলের অন্দরমহল

প্রতি মাসে এই হোটেলের ভাড়া প্রায় আড়াই কোটি টাকা।

সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে রেকর্ড অঙ্কের চুক্তি করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাবে নাম নথিভুক্ত করার দিনেই আরবে নিজের বাসস্থান পাকা করে ফেললেন সিআর সেভেন। রাজধানী রিয়াধের ফোর সিজনস হোটেলেই সপরিবার বসবাস করতে চলেছেন রোনাল্ডো।

জানা গিয়েছে, হোটেলের ৪৮ ও ৫০ তলা জুড়ে একটি সুইট নিয়ে থাকবেন সিআর সেভেন। সবমিলিয়ে ১৭টি ঘর রয়েছে এই সুইটে। ফোর সিজনস হোটেলের এই সুইটের নাম 'কিংডম সুইট'। শুধুমাত্র বিশেষ ব্যক্তিরাই এই সুইট বুক কর‍তে পারেন বলে জানানো হয়েছে এই হোটেলের তরফে।

বিলাসবহুল এই সুইটের ভাড়া প্রতিমাসে আড়াই লক্ষ পাউণ্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময়ে যে ফ্ল্যাটে থাকতেন রোনাল্ডো, এই সুইটের আয়তন তার প্রায় দ্বিগুণ।

রোনাল্ডোর জন্য সুইটের মধ্যেই আলাদা ডাইনিং হলের ব্যবস্থা থাকবে। সিআর সেভেনকে যেন হোটেলের ভিড়ের মধ্যে পড়তে না হয়, সেই জন্য তাঁর বিশেষ ডাইনিং হলেই খাবার পরিবেশন করবেন হোটেলের কর্মীরা।

ফোর সিজনসের অন্যতম মূল আকর্ষণ এই হোটেলের খাদ্যসম্ভার। এশিয়ার নানা দেশের পদ তৈরি করতে খুবই দক্ষ এই হোটেলের শেফরা। তবে রোনাল্ডোর স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁর জন্য বিশেষ রান্নার ব্যবস্থা থাকবে।

ইতিমধ্যেই হোটেল কর্মীদের কড়া নির্দেশ দেওয়া রয়েছে, কেউ যেন রোনাল্ডোর সঙ্গে সেলফি তোলার আবদার না করেন। জানা গিয়েছে এই হোটেলের মধ্যেই রয়েছে বিলাসবহুল শপিং মল। সিআর সেভেনের বান্ধবী জর্জিনা রডরিগেজের খুবই পছন্দ হয়েছে সেই শপিং মল।

রোনাল্ডোর সুইটে রয়েছে ভাসমান লিভিংরুম, আলাদা স্টাডিরুম। সবচেয়ে বড় ঘরটির আয়তন প্রায় ৩ হাজার বর্গফুট। সপরিবার রোনাল্ডোর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে হোটেল কর্তৃপক্ষ। তবে এই হোটেলে আপাতত একমাস থাকবেন রোনাল্ডো।

ফোর সিজনস হোটেলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল স্কাই ব্রিজ। প্রায় তিনশো মিটার উচ্চতায় অবস্থিত এই ব্রিজে বসে ডিনার করার ব্যবস্থা থাকবে রোনাল্ডোর জন্য। হোটেলের এই স্কাই ব্রিজ থেকে গোটা রিয়াধ শহরের মনোরম দৃশ্য দেখা যায়।