৩ জানুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন। এবার ১০ তারিখ উদয়পুরের তাজ আরাভলি রিসর্টে রাজকীয়ভাবে খ্রিস্টান মতে বিয়ে করলেন আমিরকন্যা ইরা খান।
বাবা-মা এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের সাক্ষী রেখেই নতুন জীবনে পা রাখলেন ইরা খান ও নূপুর শিখারে।
পরনে সাদা গাউন। মাথায় ভেল। ঠিক যেন স্বপ্নের বিয়ে ইরা খানের। প্রথমবার প্রকাশ্যে যত্নশীল বাবা হিসেবে ধরা দিলেন আমির খান।
কখনও মেয়ের মাথার ভেইল ঠিক করে দিলেন। আবার কখনও বা ইরা খানকে নিয়ে গেলেন বিয়ের মণ্ডপ অবধি।
তাজ আরাভলি রিসর্ট থেকে একাধিক বিয়ের ছবি প্রকাশ্যে এল। যেখানে বর-কনে ইরা-নূপুরের মিষ্টি মুহূর্ত প্রত্যক্ষ করা গিয়েছে।
দিন কয়েক ধরেই সোশাল মিডিয়ায় প্রাক বিবাহ অনুষ্ঠানের একাধিক ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে প্রাক্তন স্ত্রীদের সঙ্গে চুটিয়ে মজা করতে দেখা গিয়েছে আমির খানকে।
মেয়ের বিয়ের আয়োজন খতিয়ে দেখতে গত ৫ জানুয়ারি আগেভাগেই পৌঁছে গিয়েছিলেন বলিউড সুপারস্টার।
তিন দিন ব্যাপী এই বিয়ের অনুষ্ঠানে কোনওরকম খামতি রাখেননি আমির খান। আর বিয়ে সম্পন্ন হতেই বাবা আমিরের চোখে জল। পকেট থেকে রুমাল বের করে মুছলেন।
বর-কনে উভয়পক্ষের জন্যই তাজ আরাভলি রিসর্টের ১৭৬টি রুম বুক করা হয়েছে। ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন ইরা-নুপূরের বিয়েতে।
আগামী ১৩ জানুয়ারি মুম্বইয়ের বিকেসি জিও সেন্টারে হচ্ছে গ্র্যান্ড রিসেপশন (Ira Khan Reception)। যেখানে শাহরুখ-সলমন তো উপস্থিত থাকবেনই, তাছাড়াও গ্ল্যামার দুনিয়া থেকে রাজনৈতিক ময়দানের একাধিক ব্যক্তিত্বরাও রয়েছেন আমন্ত্রিতের তালিকায়।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.