Advertisement
Advertisement

Breaking News

Abaar Bochhor Kuri Pore

কালিম্পংয়ে ‘বছর কুড়ি পরে’র শুটিং শুরু আবির-অর্পিতার, দেখুন ছবি

চার বন্ধুর 'পুনর্মিলন', জমজমাট কালিম্পং।

মন দিয়ে পরের শুটিংয়ের দৃশ্য বুঝে নিচ্ছেন অর্পিতা-তনুশ্রী। শ্রীমন্ত সেনগুপ্ত পরিচালিত ছবিতে চার বন্ধুর গল্প। কুড়ি বছর পরে স্কুল জীবনের নস্ট্যালজিয়া পরিচালকের দৃষ্টিভঙ্গিতে।

ছবির দৃশ্যে আবির-রুদ্রনীল। ছবির চিত্রনাট্য তৈরি করতে সময় লেগেছে প্রায় তিন -চার বছর। আবির চট্টোপাধ্যায় কর্পোরেট সংস্থায় কর্মরত, নাম অরুণ।

নিজের চরিত্রের অভিব্যক্তি নিয়ে সচেতন অর্পিতা। তাঁর চরিত্রের নাম বনি। পেশায় একজন চিকিৎসক।

চার বন্ধুর পুনর্মিলন আবার বছর কুড়ি পরে। রুদ্রনীলের পাশাপাশি ছবিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যরকম চরিত্রে তনুশ্রী। চরিত্রের নাম নীলাঞ্জনা যে কিনা একজন গৃহবধূ। ছবি প্রযোজনায় পিএসএস এন্টারটেইমেন্ট। সঙ্গীত পরিচালনায় রণজয় ভট্টাচার্য।