তৃতীয় দিনেও মুর্শিদাবাদে জনজোয়ারে ভাসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন ধরা দিলেন একেবারে অন্য মেজাজে।
তবে নিজের ঝাঁজালো আক্রমণের পথ থেকেও সরে আসেননি তিনি। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন।
মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনই জেতার ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একইসঙ্গে কংগ্রেস সাংসদকে হারানোর ডাকও দিয়েছেন তিনি।
তাঁর কথায়, "ভোট ভাগাভাগির জন্য় মানুষ বঞ্চিত হচ্ছে। একটা আসন কম হলে তৃণমূলের কোনও সমস্যা হবে না। কিন্তু মানুষ লাঞ্ছিত হবে। একটা আসন তৃণমূল জিতলে আপনারা অধিকারের টাকা পাবেন।"
৪০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে তৃণমূল ঝাঁপাবে বলে জানান অভিষেক।
অন্যান্য দিনের মতো এদিনও জনজোয়ারে ভেসে যান তৃণমূল সাংসদ।
এদিন ফুটবলও খেলেন তিনি। সই করেন ফুটবলেও.
যদিও অভিষেককে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.