Advertisement
Advertisement

Breaking News

‘ঝুকেগা নেহি…’, CBI তলবে নিজাম প্যালেসে নায়কের মতো এন্ট্রি অভিষেকের!

বেলা ১১ টায় সিবিআই দপ্তরে প্রবেশ করেন তিনি।

সিবিআইয়ের তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। প্রতিশ্রুতি মতোই শনিবার সকালে নিজাম প্যালেসে সিবিআইয়ের দপ্তরে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন সকালে হরিশ মুখার্জির রোডের বাড়ি থেকে বের হয়ে কালো গাড়িতে চেপে সকাল ১০টা ৫৮ মিনিট নাগাদ নিজাম প্যালেসে পৌঁছান তিনি। কুন্তল ঘোষের চিঠি মামলাতেই তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নীল ডেনিম, কালো ফুল স্লিভ শার্টে নিজাম প্যালেসে ঢোকেন তিনি। তাঁকে দেখতে সিবিআই দপ্তরের বাইরে ভিড় জমিয়েছিলেন দলীয় কর্মী-সমর্থকরা। তাঁদের উদ্দেশে হাত নাড়েন অভিষেক।

মুখে হাসি, মনে আত্মবিশ্বাস। ঠিক এমনই বডি ল্যাঙ্গুয়েজে ধরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেন বুঝিয়ে দিতে চাইলেন, ইডি-সিবিআই দিয়ে তাঁকে ভয় দেখানো যাবে না।

এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে দিল্লি গিয়েও হাজিরা দিয়েছেন। আর দপ্তর থেকে বেরিয়ে এসে হুঙ্কার দিয়েছেন, যতবার ডাকা হবে, আসবেন। কারণ এধরনের তলবে তাঁকে ভয় দেখানো যাবে না।

এদিনও একই রকম মনোভাব নিয়ে নির্ধারিত সময়েই নিজাম প্যালেসে পৌঁছে যান অভিষেক। তবে সিবিআই দপ্তরে পৌঁছনোর আগে কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।

নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের যে চিঠিতে অভিষেকের নাম উঠে এসেছে, সেই মামলা থেকে অব্যাহতি চেয়েই শীর্ষ আদালতে অভিষেক। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদনও জানিয়েছেন তৃণমূল সাংসদ।