Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

ধরনা মঞ্চে ৫০ লক্ষ চিঠি, রাজভবনের গেটে প্ল্যাকার্ড, অভিষেকের নেতৃত্বে তৃণমূলের কর্মসূচি

রাজ্যপাল না ফেরা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন অভিষেক।

১১

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে 'রাজভবন চলো' অভিযান তৃণমূলের। রাজভবনের সামনে অবস্থানে তৃণমূল নেতৃত্ব।

১১

মিছিলে হাঁটলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১১

তৃণমূলের মিছিল উপলক্ষে জনজোয়ার কলকাতায়। জেলা থেকে কলকাতায় আসেন বহু কর্মী, সমর্থক।

১১

রাজভবনের কাছে তৈরি হয়েছিল মঞ্চ। সেখানে দুপুর থেকেই জমায়েত শুরু হয়। আসেন জব কার্ড হোল্ডাররা।

১১

বেলা আড়াইটে নাগাদ রবীন্দ্র সদনে জমায়েত করেন ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা। তার পর তাঁরা রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন।

১১

রাজভবনের উদ্দেশ্যে মিছিলেও ছিলেন বঞ্চিতরা। ইতিমধ্যে ৫০ লক্ষ চিঠি পৌঁছে গিয়েছে মঞ্চে।

১১

রবীন্দ্রসদনের মোহরকুঞ্জের সামনে জমায়েত করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। জওহরলাল নেহরু রোড ধরে এগোয় মিছিল।

১১

পার্ক স্ট্রিট ক্রসিং পেরিয়ে এসপ্ল্যানেড থেকে বামদিকে যায় মিছিলটি। রানি রাসমণি অ্যাভিনিউ ধরে সোজা এগিয়ে রেড ক্রস রোড ধরে রাজভবনের নর্থ গেটে পৌঁছয়।

১১

প্ল্যাকার্ড হাতে হাঁটেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

১০ ১১

রাজভবনের গেটে প্ল্যাকার্ড রেখে চলছে প্রতিবাদ।

১১ ১১

রাজ্যপাল না ফেরা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।