Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘আমি খুব জেদি ছেলে’, অসমে দিনভর কর্মসূচির মাঝে বললেন অভিষেক, দেখুন ছবি

অসমে তৃণমূলের কার্যালয় উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবার লক্ষ্য অসম। বুধবার সকালে অসমে পৌঁছে দলের নেতা-কর্মীদের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কামাক্ষ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দিলেন বাংলার সাংসদ।

সুস্মিতা দেব-সহ দলের বেশ কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে কামাক্ষ্যা মন্দিরে পুজো দেন অভিষেক।

কামাক্ষ্যায় পুজোর পর পুরোহিতের সঙ্গে বাংলার সাংসদ। নিলেন প্রসাদ।

পুজো দিয়ে বেরিয়ে মন্দির চত্বরে স্থানীয় ও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন তৃণমূল সাংসদ।

পুজো সেরে পার্টির নেতা কর্মীদের মাঝে ভাষণ অভিষেকের। বললেন, "আমি কিন্তু খুব জেদি ছেলে।" সুস্মিতা দেবকে আক্রমণের প্রসঙ্গও তুললেন তিনি।

বিকেলে প্রদীপ জ্বালিয়ে অসমে তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন সুস্মিতা দেব, শান্তনু সেন-সহ অন্যান্যরা।