আজ স্বামী বিবেকানন্দের ১৬০ তন জন্মবার্ষিকী। রাজ্যজুড়ে পালিত হচ্ছে দিনটি। সকাল থেকে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের ভিটেয় গিয়েছেন বিশিষ্টজনেরা।
বৃহস্পতিবার দুপুরে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন শশী পাঁজা, তাপস রায়-সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব।
বিবেকানন্দের পৈতৃক ভিটেয় স্বামীজির ছবিতে মাল্যদান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডায়মন্ড হারবারের সাংসদ এদিন শ্রদ্ধা জানান, মাল্যদান করেন রামকৃষ্ণদেব ও সারদাদেবীকে। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি।
মহারাজদের সঙ্গে কথাবার্তার শেষে সিমলা স্ট্রিট থেকে বেরিয়ে গন্তব্যে রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.