ছুটির সকালে তারকেশ্বর মন্দিরে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়।
রবিবার দুপুরে হঠাৎই তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু ও একাধিক স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে মন্দিরে দেখা যায় অভিষেক পত্নী রুজিরা ও তাঁদের মেয়েকে।
মূল মন্দিরে যাওয়ার আগে মন্দির সংলগ্ন দুধপুকুরের জল মাথায় দেন রুজিরা।
এরপর চলে যান মূল মন্দিরে। সর্বক্ষণ তাঁর সঙ্গে ছিলেন পুরসভার চেয়ারম্যান।
মেয়েকে সঙ্গে নিয়েই তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। পরিবারের মঙ্গল কামনায় মন্ত্র পাঠ করে শিবের মাথায় জল ঢাললেন তিনি।
বেশ কিছুক্ষণ মন্দিরে কাটিয়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা হন রুজিরাদেবী।
প্রসঙ্গত, চোখের চিকিৎসার জন্য কিছুদিন আগেই বিদেশ গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে দেশের বাইরেই রয়েছেন তিনি। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে তাঁর কলকাতা ফেরার সম্ভাবনা রয়েছে বলেই খবর।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.