ব্যবসায়ী দীপক চৌহানকে বিয়ে করলেন আরতি সিং। হিন্দি টেলিভিশনের চেনা মুখ তিনি। ছিলেন 'বিগ বস' শোয়ের প্রতিযোগী। এদিকে আরতি আবার বলিউডের কমেডি কিং গোবিন্দার ভাগ্নী।
আরতির দাদা ক্রুষ্ণা অভিষেক ও তাঁর স্ত্রী কাশ্মীরার সঙ্গে গোবিন্দার বহুদিনের মনোমালিন্য। “টাকা নিয়ে মঞ্চে নাচার লোকজন”, কাশ্মীরার এমন টুইটেই নাকি গৃহযুদ্ধের সূত্রপাত হয়েছিল। তবে সব ভুলে ভাগ্নীর বিয়েতে আসেন গোবিন্দা। দেন আশীর্বাদ।
মামা গোবিন্দা অভিমান ভুলে বোনের বিয়েতে আসায় খুশি ক্রুষ্ণা ও কাশ্মীরা। তাঁরা নিজেরা সেজেছিলেন পার্ল হোয়াইট কম্বিনেশনে।
কপিল শর্মার শোয়ের অন্যতম অঙ্গ ক্রুষ্ণা। সহ-অভিনেতা তথা বন্ধুর বিয়েতে হাজির হয়েছিলেন জনপ্রিয় কমেডিয়ান। সঙ্গে ছিলেন অর্চনা পূরণ সিং ও রাজীব ঠাকুর।
গোলাপি লেহেঙ্গায় সেজে বিয়েবাড়িতে এসেছিলেন বিপাশা বসু। তার সঙ্গে ম্যাচিং করে সাদা শেরওয়ানি পরেন করণ সিং গ্রোভার।
'বিগ বস' সূত্রে আরতির বন্ধু শেফালি জারিওয়ালা। স্বামী পরাগের সঙ্গে বিয়েতে এসেছিলেন আইভরি রঙের শাড়ি পরে।
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্ত। আরতি আর দীপকের বিয়েতে বাঙালি কন্যা এসেছিলেন প্রিন্টেড শাড়ি পরে। ছবি: সংগৃহীত।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.