ভাগলপুর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচনী লড়াই লড়াই কথা ছিল নেহা শর্মারই। তবে কালচক্রে সেটা আর হয়ে ওঠেনি!
তবে নিজে টিকিট না পেলেও কংগ্রেস প্রার্থী বাবার জন্য মুম্বই ছেড়ে বিহারের ভাগলপুরে রয়েছেন নেহা শর্মা।
বাবা অজিত শর্মার জন্য নিত্যদিন প্রচার চালিয়ে যাচ্ছেন নেহা। এদিকে ভাগলপুরের রাস্তায় বলিউডের হট নায়িকাকে দেখতে উপচে পড়েছে ভিড়।
বৃহস্পতিবারও ভাগলপুরে মেগা রোড শো করেন অজিত শর্মা। সেখানে প্রচারের জিপে বাবার পাশে দেখা যায় মেয়ে নেহাকেও।
সোনাভারসা থেকে নৌগাছিয়া পযন্ত ভোটপ্রচার করেন নেহা শর্মা এদিন। সেই মিছিলে যোগ দিয়েছিলেন আরজেডি, কংগ্রেসের মহাগঠবন্ধনের শয়ে শয়ে কর্মী-সমর্থকরা।
শুক্রবার লোকসভার দ্বিতীয় দফায় ভোটও দেন অভিনেত্রী।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.