বাংলার জামাই বলে কথা। একটু কলকাতা ঘুরবেন না! তা কেমন করে হয়? তাইতো 'শেরদিল' ছবির প্রচারের ফাঁকে পঙ্কজ ত্রিপাঠী সোজা চলে গিয়েছিলেন ভিক্টোরিয়ার সামনে।
ভিক্টোরিয়া দর্শন সেরেই ফুচকার দোকানের সামনে চলে যান পঙ্কজ ও সৃজিত। অভিনেতা-পরিচালক জুটি মিলে জমিয়ে খান ফুচকা।
বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি 'শেরদিল - দ্য পিলভিট সাগা' মুক্তি পাবে আগামী ২৪ জুন। ছবিতে জঙ্গলের মানুষদের দুর্দশার কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। গঙ্গারামের ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ।
শুটিংয়ের ফাঁকে আবার বাঙালি খাবার খুব উপভোগ করেছেন। আলু পোস্তো থেকে কষা মাংস, সবই খেয়েছেন কবজি ডুবিয়ে।
পঙ্কজ নিজেও ভাল রান্না করতে পারেন। বিহারের স্পেশ্যাল মাংস রান্না করে খাইয়েছেন পরিচালক সৃজিতকে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.