Advertisement
Advertisement

সুইমস্যুটে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী ঋ, দেখুন ছবি

গোয়া হোক বা ব্যাংকক, হানিমুন বা ভেকেশন- সুইমওয়্যার এখন ইন। সেই জল্পনার ক্যানভাস আঁকলেন ঋ ও ডিজাইনার অভিষেক দত্ত।

পিংক বিকিনি উইথ হ্যান্ড আড়ি, জারদৌসি ও কারদানা ওয়ার্ক। সঙ্গে রয়েছে মাল্টিকালার্ড থ্রে়ড।

নেট ও কটনের ব্ল্যাক শিয়ার মোনোকিনি উইথ অ্যাসিমেট্রিকাল অ্যাপলিক প্যাচওয়ার্ক। সঙ্গে রয়েছে লেদার ডিটেলিং।

হল্টারনেক ডিপ ভি অরেঞ্জরঙা কটন লাইক্রা মোনোকিনি। স্ট্রাইপে শিয়ার এফেক্ট।

থং স্টাইলের অনুকরণে বটমের উপর লেদার স্ক্যালোপ স্টিচ করা। প্রায় হাজার ১২০০ পিস লেদার কেটে হাতে স্টিচ করা। সঙ্গে পার্পল ডাইড হেয়ার অন বিকিনি ও ডুপিয়ান সিল্কের নিওন পিংক আপারওয়্যার।