Advertisement
Advertisement

Breaking News

Ritabhari Chakraborty

বড়দিনের আবহে জমজমাট বিয়ের আসর, দেখুন দিদির বিয়েতে কীভাবে সাজলেন ঋতাভরী

দেখে নিন বিবাহ অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি।

রেজিস্ট্রিটা সেরে ফেলেছিলেন গত এপ্রিলেই। আর বছর শেষে চক্রবর্তী পরিবারে ধুমধাম করে হল বিয়ে। সাত পাকে বাঁধা পড়লেন ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা। গায়ে হলুদ থেকে মেহেন্দি, বিয়ের নানা আচার-অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ ঋতাভরী।

গায়ে হলুদের সময় হলুদ শাড়ি আর অফ শোল্ডার ব্লাউজে সেজেছিলেন চিত্রাঙ্গদা। আর হলুদ বেসের উপর ফ্লোরাল লেহেঙ্গায় অনন্যা হয়ে উঠেছিলেন ঋতাভরী।

কলকাতা জুড়ে বড়দিনের উন্মাদনা। তবে পৌষের পড়ন্ত বিকেলে দিদিকে নিয়েই ব্যস্ত ঋতাভরী। ভালবসায় ভরিয়ে দিলেন তাঁকে।

ছোটবেলার বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন জীবন শুরু চিত্রাঙ্গদার। মহিলা পুরোহিত নন্দিনী ও তাঁর সঙ্গীদের মন্ত্রোচ্চারণেই গাঁটছড়া বাঁধলেন চিত্রাঙ্গদা ও সম্বিত। এই নন্দিনীর চরিত্রেই 'ব্রহ্মা জানে গোপন কম্মটি' ছবিতে অভিনয় করেছিলেন ঋতাভরী।

বিয়েতে লাল পোশাক ও সোনার গয়নায় সেজেছিলেন ঋতাভরী। দিদির বিয়ে বলে কথা। তাই অতিথিদের সঙ্গে ছবি তুলতে কোনও কার্পণ্য করেননি।

রুপোলি পর্দার জগতে চিত্রাঙ্গদার পরিচিত ‘ভিন্টেজ গার্ল’ নামেও। তাঁর চেহারায় সাবেকিয়ানা ও ঐতিহ্য মিলেমিশে একাকার হওয়া যায়। তাঁর বিয়ের সাজেও মিলল সেই ছোঁয়া।

লাল বেনারসীতে সেজেছিলেন চিত্রাঙ্গদা। সম্বিতের পরেছিলেন ধুতি-পাঞ্জাবি। সিঁদুরদানের পর কেমন লাগছে দিদিকে? ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি নিজেই পোস্ট করেছেন ঋতাভরী।