ফুলের বাহারে মজেছেন সৌরসেনী মৈত্র। তাই তো ফ্লোরাল ড্রেস পরেই ফুলে ভরা বাগানে চলে গিয়েছিলেন নায়িকা।
'ফুলে ফুলে ঢলে ঢলে...', ঠিক এমনই মেজাজ ছিল সৌরসেনীর। তাই তো এই প্রবল গরমেও নায়িকার মুখে তৃপ্তির হাসি।
মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সৌরসেনী। বেদব্রত পাইনের 'চিট্টাগং'-এর মাধ্যমে সিনেমার জগতে সফর শুরু করেছিলেন।
'মাছের ঝোল', 'ব্যোমকেশ গোত্র', 'জেনারেশন আমি', 'একান্নবর্তী'র মতো ছবির মাধ্যমে বাংলা সিনেমার দর্শকদের নজর কাড়েন সৌরসেনী।
'তাজ: রেইন অফ রিভেঞ্জ’ ওয়েব সিরিজে নাসিরউদ্দিন শাহ, অসীম গুলাটি, অদিতি রাও হায়দরির মতো তারকার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয়ও করেছেন বাংলার এই নায়িকা।
আগামীতে রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি' সিনেমায় ঝুমার ভূমিকায় দেখা যাবে সৌরসেনীকে। বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি। মুখ্য ভূমিকায় আবির চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
এদিকে আবার সৌরসেনীর সঙ্গে নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের প্রেমের জল্পনা তুঙ্গে। অভিনেত্রীর জন্মদিনে অন্তরঙ্গ ছবি শেয়ার করেই শুভেচ্ছা জানান কলকাতার ব্যবসায়ী। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.