'বার্বি' ছবির কল্যাণে গোলাপি আভা চারদিকে। ভারতীয় রাজনীতিবিদরাও বাদ যাননি। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের জালে তাঁদেরও 'বার্বি' মেকওভার হয়েছে। গোলাপি স্যুটে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
এমনিতে সাদা শাড়ি ও হাওয়াই চপ্পল পরেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে তাঁকেও দেখা যাচ্ছে হাই হিল আর বিজনেস স্যুটে।
ফর্মাল লুকে রয়েছেন সোনিয়া গান্ধী। তার গলায় আবার গোলাপি উত্তরীয়। চোখে রোদচশমা।
সাদা শার্ট আর গোলাপি প্যান্টে হ্যান্ডসাম রাহুল গান্ধী। কৃত্রিম বুদ্ধিমত্তার জোরেই তিনি যেন সিনেমার নায়ক।
অমিত শাহ পরনে রয়েছে গোলাপি ধুতি-পাঞ্জাবি, আর হাফ কোট। গলায় রয়েছে সোনার গয়না।
এদিকে আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একেবারে গোলাপি রেট্রো লুকে। হাতে তাঁর ফুলের তোড়া।
AI-এর কল্যাণেই গোলাপি লং কোর্ট পরে গোলাপি গাড়ির সামনে দাঁড়িয়ে নীতিন গড়করি।
সবশেষে লালু প্রসাদ যাদব। গোলাপি জ্যাকেট পরেই একপাল গরুর সামনে দাঁড়িয়ে তিনি।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.