সইফ আলি খানের ছবি দিয়েই বলিউডে পা রেখেছিলেন আলায়া।
আলায়ার হাতে খুব একটা সিনেমা-সিরিজ না থাকলেও, এই তারকাকন্যার কিন্তু বলিপাড়ায় সবসময়েই 'টক অফ দ্য টাউন'।
তিনি পূজা বেদির মেয়ে। বছরখানেক আগেই বলিউডে পা রেখেছেন। কিন্তু আলায়ার যৌন আবেদন দশ গোল দেবে বিটাউনের প্রথমসারির কোনও স্টারকিডকেও।
অক্ষয় কুমার, টাইগার শ্রফের বড়ে মিঞা ছোটে মিঞা ছবিতে অভিনয় করবেন আলায়া।
বেস্ট ফ্রেন্ড মানুষী চিল্লারের সঙ্গে বর্তমানে বেড়াতে গিয়েছেন আলায়া। সেখানেই ডেড সিতে নেমে বোল্ড ফটোশুট করলেন আলায়া এফ। (ছবি: ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.