Advertisement
Advertisement
Ali Merchant

‘সারাজীবন হ্যাংআউট করব’, বিয়ের ছবি পোস্ট করে প্রেমের ইস্তেহার অভিনেতা আলি মার্চেন্টের

'ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়' ধারাবাহিক থেকেই জনপ্রিয় হন আলি মার্চেন্ট।

বিয়ে করলেন 'ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়' খ্যাত অভিনেতা আলি মার্চেন্ট। দীর্ঘদিনের প্রেমিকা অন্দলিব জায়েদিকে।

সোশাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেছেন আলি। যেখানে তাঁকে দেখা গিয়েছে ক্রিম রঙের প্রিন্স কোটে। অন্য়দিকে অন্দলিব পরেছিলেন ক্রিম রঙের সোনালি জড়ির কারসাজির সারারা।

বিয়ের ছবি পোস্ট করে আলি লিখলেন, 'এবার আমরা সারাজীবন হ্যাংআউট করতে পারি। শুভ দিনের শুরুওয়াত।'

লখনউয়ের একটি পাঁচতারা হোটেলে বিয়ে করেন আলি। পরিবার ও নিকট আত্মীয়রা হাজির ছিলেন এই বিয়েতে।

খবর অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ে রিশেপসন পার্টি রেখেছেন আলি। সেখানে নিমন্ত্রিত ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব।