Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt Ranbir Kapoor Wedding Photo

‘একসঙ্গে আরও অনেক স্বপ্ন দেখব’, বিয়ের সাজে রণবীরের ঠোঁটে ঠোঁট রাখলেন আলিয়া!

মণীশ মালহোত্রার ডিজাইনার পোশাকে দেখা গেল নবদম্পতিকে।

অবশেষে বিয়ের সাজে দেখা মিলল রণবীর কাপুর ও আলিয়া ভাটকে। আলিয়া নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রণবীরকে নিয়ে নতুন স্বপ্নের দেখার কথা লিখলেন। ছবি- ইনস্টাগ্রাম

আলিয়া লিখলেন, 'পরিবার ও কাছের মানুষদের সামনে আজ আমরা সাতপাকে বাঁধা পড়লাম। আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, আমাদের বাড়ি, আমাদের সেই বারান্দা, যেখানে আমরা ৫ বছর দারুণ সময় কাটিয়েছি।' ছবি- ইনস্টাগ্রাম

আলিয়ার কথায়, 'তবে এখানে শেষ নয়। একসঙ্গে এবার দুজনে নতুন স্বপ্ন দেখার পালা। যেখানে ভালবাসা থাকবে, হাসি থাকবে, ঝগড়া থাকবে, একসঙ্গে সিনেমা দেখা থাকবে, ডিনার থাকবে। ভালবাসায় মোড়া হবে আমাদের জীবন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের ভালবাসায় ভরিয়ে দেওয়ার জন্য।' ছবি- ইনস্টাগ্রাম

সাদা ও ধূসর রঙের সিকোয়েনের কাজ করা পোশাকেই সেজে উঠেছিলেন রণবীর ও আলিয়া। পোশাক ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। ছবি- ইনস্টাগ্রাম

গত পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন আলিয়া ও রণবীর। তবে প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে কখনই মুখ খুলতে দেখা যায়নি তাঁদের। তবে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র ছবির শুটিংয়ের সময় থেকেই বলিউডে তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন বাড়ে তিনগুণ। ছবি- ইনস্টাগ্রাম

বৃহস্পতিবার বিকেল ৩ টে নাগাদ সাতপাকে বাঁধা পড়েন রণবীর ও আলিয়া। বিয়ের সময় উচ্চারিত হয়েছে গায়ত্রী মন্ত্র। বিয়ের মণ্ডপে রাখা হয়েছিল প্রয়াত ঋষি কাপুরের ছবি। ছবি- ইনস্টাগ্রাম

মেহেন্দি থেকে বিয়ে, সব অনুষ্ঠানেই দুই পরিবারের তারকা সদস্যদের দেখা গিয়েছে। সেজেগুজে এসেছেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, পূজা ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, মহেশ ভাট। ছবি- ইনস্টাগ্রাম

শোনা গিয়েছে, বিয়েতে নববধূ আলিয়াকে আটটি হীরে খচিত ব্যান্ড দিয়েছেন রণবীর। আট নম্বরকে লাকি মনে করেন তিনি। সেই কারণেই এই উপহার। নীতু কাপুরের বক্তব্য, সেরা বউমা তিনিই পেয়েছেন। ছবি- ইনস্টাগ্রাম