হলুদ পোশাকে হবু মা আলিয়ার রূপ যেন ঝলমল করছে। হালকা গোলাপি রঙের পাঞ্জাবিতে রণবীর যেন আলিয়ার পাশে একেবারে পারফেক্ট। আলিয়ার সাধের অনুষ্ঠানে এভাবেই ধরা দিলেন কাপুর দম্পতি।
টের পেল না কেউ। দশমীতে সাধের অনুষ্ঠান সেরে ফেললেন আলিয়া। সযত্নে একমাত্র বউমাকে পাতে পেরে সাধ খাওয়ালেন নীতু সিং। পরিবারের ঘনিষ্ঠরাই হাজির ছিলেন এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন আলিয়ার (Alia Bhatt) ছোট বোন শাহিন ভাট ও আলিয়ার ছোটবেলার বন্ধুরা। আলিয়ার সাধের অনুষ্ঠানে দেখা গেল করিশ্মা কাপুরকেও।
আলিয়া যেহেতু নিরামিষ খান, সেহেতু নিরামিষ খাবারের ব্যবস্থা করা হয়েছিল। আলিয়ার ফেভারিট ক্ষীর নিজের হাতে রান্না করেছিলেন নীতু সিং। নিজের হাতে কয়েকটি পদ রান্না করে এনেছিলেন আলিয়ার মা সোনি রাজদানও।
অন্যদিকে, ভাল মা-বাবা হওয়ার জন্য নিজেদের তৈরি করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এখন নাকি সারাদিন এসব ব্যস্ততা নিয়েই কাটছে রণলিয়ার।
হবু সন্তানের জন্য ঘর সাজাচ্ছেন, অন্যদিকে পড়ছেন নানারকম বইপত্র! হ্যাঁ, ঠিক এমনটাই করছেন রণবীর ও আলিয়া।
রণবীর জানিয়েছেন, ''এখন তো সারাদিন সন্তানকে কীভাবে বড় করবে তা নিয়ে নানা বইপত্র পড়ছে। শুধু তাই নয়, আমাকেও সেই বই পড়তে চাপ দিচ্ছে, আমিও পড়েছি। মোটে ৩০ শতাংশ। আমি আলিয়া বুঝিয়েছি, বই পড়ে সন্তানকে বড় করা যায় না। তবে কে কার কথা শোনে।”
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.