Advertisement
Advertisement
Alia Bhatt

শাড়ির আভিজাত্য নিয়ে ‘মেট গালা’য় আলিয়া ভাট, ছবি থেকে চোখ ফেরানো দায়

ডিজাইনার সব্যসাচীর এই শাড়ি তৈরি করতে লেগেছে দেড়শোরও বেশি কারিগর।

'মেট গালা' মানেই ফ্যাশন প্যারেড। এবারের থিম গার্ডেন অফ টাইম। আর তাতেই বাজিমাত করলেন আলিয়া ভাট। শাড়ির আভিজাত্য নিয়ে রেড কার্পেটে নজর কাড়লেন বলিউডের 'গাঙ্গুবাই'।

নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার, মডেল ও হলিউড তারকাদের দেখা যায় এখানে। এই নিয়ে দ্বিতীয়বার 'মেট গালা'য় হাঁটলেন আলিয়া।

এবারের 'মেট গালা'র থিম 'গার্ডেন অফ টাইম'। এই থিমে শুধুমাত্র টাইমলেস কিছুই মানায়। সেই কারণেই শাড়ির কথা ভাবেন আলিয়া। আর এর জন্য ডিজাইনার সব্যসাচীর থেকে ভালো আর কেই বা হতে পারে!

১৯২০ সালের ফ্রিঞ্জ স্টাইল ফলো করেছেন সব্যসাচী। আর আলিয়ার এই শাড়ি ডিজাইন করতে ১৯৬৫ ঘণ্টা লেগেছে। ১৬৩ জন কারিগর মিলে তৈরি করেছে শাড়িটি।

নিজের এই ভিনটেজ সাজের জন্য স্টাইলিস্ট আনাইটা শ্রফ আদাজানিয়া, লক্ষ্মী লেহর, মেকআপ আর্টিস্ট পুনীত বি সাহানি, হেয়ার স্টাইলিস্ট অমিত ঠাকুর ও ড্রেপ আর্টিস্ট ডলি জৈনকে ধন্যবাদ দিয়েছেন আলিয়া। ছবি: ইনস্টাগ্রাম।