Advertisement
Advertisement
World Turtle Day

World Turtle Day: গরমে নাজেহাল চিড়িয়াখানার কচ্ছপ, ঠান্ডা জলে করানো হল স্নান

তীব্র দাবদাহে এতেই যেন আরাম পাচ্ছিল দীর্ঘায়ু প্রাণীটি।

প্রতি বছর ২৩ মে পালিত হয় বিশ্ব কচ্ছপ দিবস। কলকাতাও তার ব্যতিক্রম নয়।

এদিন শহরে আঁকা ছবি হাতে নিয়ে লুপ্তপ্রায় প্রাণীকে বাঁচানোর আরজি জানায় স্কুল পড়ুয়ারা।

এদিকে চিড়িয়াখানার কচ্ছপকে গরম থেকে বাঁচানোর চেষ্টা চলছিল জোরকদমে।

সবুজ ঘাসের উপর পাইপে জল ছড়িয়ে দেওয়া হচ্ছিল কচ্ছপের গায়ে।

তীব্র দাবদাহে এতেই যেন আরাম পাচ্ছিল দীর্ঘায়ু (কচ্ছপদের ১৫০ বছর পর্যন্ত বাঁচার কথা শোনা গিয়েছে) প্রাণীটি।