Advertisement
Advertisement

Breaking News

IPL

আইপিএল ১৩: নিউ নর্মালে পিপিই পরেই UAE পৌঁছলেন রোহিত-কুলদীপরা, দেখুন ছবি

বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে হোটেলের ঘর থেকে বের হওয়া নিষেধ ক্রিকেটারদের।

চিনতে পারছেন কোনও ক্রিকেটারকে? বোঝার উপায় নেই। তবে করোনা আবহে এটাই সুরক্ষার চাবিকাঠি। এভাবেই সংযুক্ত আরব আমিরশাহী উড়ে গেলেন রাজস্থান রয়্যালসের তারকারা।

১৯ সেপ্টেম্বর শুরু আইপিএল ১৩। UAE পৌঁছে কোয়ারেন্টাইনে থাকার পর প্র্যাকটিসে নামবেন ক্রিকেটাররা। তবে করোনা টেস্ট নেগেটিভ এলেই মাঠে নামা যাবে। এখন থেকেই পিপিই পরে থাকার অভ্যাস করছেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররাও।

একই বেশে ধরা দিলেন সানরাইজার্স হায়দরাবাদের ভুবিনেশ্বর কুমার-ঋদ্ধিমান সাহারা। চার্টার্ড ফ্লাইটে উড়ে গেলেন তাঁরা। ছবি টুইট করেছে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিই।

করোনার জেরে দীর্ঘদিন স্তব্ধ ছিল ক্রিকেট। তাই শেষমেশ মাঠে নামতে চলেছেন বলে দারুণ চনমনে মেজাজে রয়েছেন কুলদীপ যাদবরা। তার আগে অবশ্য UAE পৌঁছেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে চলে যাবেন নাইটরা।

ছ'দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে হোটেলের ঘর থেকে বের হওয়া নিষেধ ক্রিকেটারদের। তাই অগত্যা ব্যালকনিতে দাঁড়িয়েই একে-অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাঁরা। আর এরই মধ্যে ধোনি-রায়নার পারফরম্যান্স দেখতে উত্তেজনার পারদ চড়ছে।

নিউ নর্মালে PPE-ই রক্ষাকবজ। তাই এভাবেই স্ত্রী ঋতিকা ও মেয়ে সামাইরাকে নিয়ে UAE পৌঁছলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। তবে মুম্বই শিবিরের চিন্তা, বাবার অসুস্থতার জন্য টুর্নামেন্টের প্রথম দিকে হয়তো খেলতে পারবেন না মালিঙ্গা।

মুখে মাস্ক, হাতে স্যানিটাইজারের বোতল। এই দুই-ই নিউ নর্ম্যালের সঙ্গী। এভাবেই হোটেলে প্রবেশ করলেন দিল্লি দলের উইকেটকিপার ঋষভ পন্থ।

আইপিএলে জৈব সুরক্ষা বলয় ভাঙলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন ক্রিকেটাররা। সবদিক মাথায় রেখেই প্রতিপক্ষকে মাত দিতে হবে। প্রথমবার ট্রফি ঘরে তোলার লক্ষ্য নিয়ে মরু দেশে উড়ে গেলেন আরসিবি তারকারা।

পিপিই পরে ছবি পোস্ট করেছেন ক্রুণাল ও হার্দিক পাণ্ডিয়াও। মাঠে নামতে মুখিয়ে রয়েছেন দুই ভাই।