রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘খোলা হাওয়া’ নামের একটি সংগঠন। বিজেপিরই কয়েকজন নেতা ওই সংগঠন তৈরি করেছেন। যার মধ্যে অগ্রণী প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত।
সেই অনুষ্ঠানেই মঙ্গলবার সন্ধ্যায় সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করে, তাঁর আদর্শ অনুধাবন করে চলার বার্তা দেন তিনি।
অমিত শাহ ছাড়াও অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, অর্জুন রাম মেঘওয়াল, শান্তনু ঠাকুর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা।
'খোলা হাওয়া'র ওই অনুষ্ঠানে প্রথম সারির শিল্পীরা পারফর্ম করেছেন। দীর্ঘক্ষণ সেই অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
শাহ জানান, রবীন্দ্রনাথের মতো বিশ্বমানব সম্পর্কে বলার সুযোগ পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। তাঁর মতে, জীবনের প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথ অনুকরণীয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের পথ ধরেই মাতৃভাষায় শিক্ষায় জোর দিচ্ছে মোদি সরকার। রবীন্দ্রজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তেমনই বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
যে শিশু মাতৃভাষায় কথা বলতে পারবে না, পড়তে পারবে না, যাদের মাতৃভাষায় পড়ার সুযোগ দেওয়া হবে না, সেই শিশুর ভাবনা, বিচার করার ক্ষমতা থাকবে না। এটা সমস্ত শিক্ষাবিদের মনে রাখা জরুরি। সায়েন্স সিটির অনুষ্ঠানে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, গোটা বিশ্বের শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে অনুকরণযোগ্য হল শান্তিনিকেতন। আগামী দিনে শন্তিনিকেতনই সমস্ত বিশ্বকে শিক্ষার নতুন পথ দেখাবে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.