Advertisement
Advertisement
Birbhum

জঙ্গলের জীবাশ্ম সংরক্ষণের উদ্যোগ, বীরভূমে খুলল উড ফসিল পার্ক

উদ্ভিদ জগতের অন্যতম দর্শনীয় স্থান ইলামবাজারের ১০ হেক্টর বনভূমি।

প্রাগৈতিহাসিক গাছপালার সংরক্ষণের লক্ষে বীরভূমের ইলামবাজারে গড়ে উঠেছে ফসিল পার্ক। পশ্চিমবঙ্গে এই প্রথম এমন উদ্যোগ। শুধু সংরক্ষণ নয়, আমখই উড ফসিল পার্ক জেলার অন্যতম পর্যটন স্থল হয়ে উঠছে।

যুগ যুগ পরেও বিশাল গাছেদের দেহাংশ রাখা হয়েছে সযত্নে। ১০ হেক্টর জমি জুড়ে শুধুই এমন দৃশ্য। জীবাশ্মের নিদর্শন দেখে যেন চোখ জুড়িয়ে যায়!

দেহ রেখেছে বড় বড় গাছ। এখন মৃত গাছের অংশই দর্শনীয় হয়ে উঠেছে। আমখই ফসিল পার্কে তারই শত শত নিশান।

ভারতীয় উদ্ভিদ জগতে যত রকমের গাছপালা রয়েছে, তার প্রত্যেকটি প্রজাতির নিদর্শন রয়েছে এই পার্কে। এসব দেখে সময়ের সঙ্গে উদ্ভিদ জগতের পরিবর্তন সম্পর্কে ধারণা করা যায়।

উদ্ভিদবিদ্যার পড়ুয়া-শিক্ষকদের কাছে তো বটেই, এই বিপুল গাছগাছালির ভাণ্ডার সাধারণ ভ্রমণপ্রেমীদের কাছেও আকর্ষণীয়।

বায়োলজিক্যাল ডাইভারসিটি অ্যাক্ট ২০০২ ও পশ্চিমবঙ্গ বায়োলজিক্যাল ডাইভারসিটি রুলস ২০০৫-এর অধীনে সমস্ত নিয়ম মেনে তৈরি হওয়ায় ইলামবাজারে এই উড ফসিল পার্কের স্বীকৃতি মিলল।