Advertisement
Advertisement
Amy Jackson

প্রতীক বব্বর অতীত, এবার হলিউড তারকার সঙ্গে বাগদান সারলেন এক সন্তানের মা অ্যামি জ্যাকসন

সুইজারল্যান্ডের একটি ব্রিজের মাঝে অ্যামিকে প্রোপোজ করলেন হলিউড তারকা এড ওয়েস্টউইক

অ্যামি জ্যাকসন। জন্মসূত্রে তিনি ব্রিটিশ। মডেলিংয়ের সূত্রে তাঁর এদেশে আস। তারপরই বলিউডে ছবির অফার। 'এক দিওয়ানা থা', 'সিং ইজ ব্লিং'। দুই ছবিতেই বলিউডের নজর কেড়ে নিয়েছিলেন অ্যামি জ্যাকসন।

সেই অ্যামিই এবার সেরে ফেললেন বাগদান। বরফঘেরা সুইজারল্যান্ডে হাঁটুগেরে বসে অ্যামিকে প্রেম নিবেদন করলেন হলিউড তারকা এড ওয়েস্টউইক।

অভিনেত্রী স্মিতা পাটিলের ছেলে প্রতীক বব্বরের সঙ্গে এক সময় প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অ্যামি। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি।

২০১৯ সালে প্রেমিক জর্জ পানাইয়োতুর সন্তানের মা হন। ২০২০ সালে প্রেমিকের সঙ্গে গ্রিসে বিয়ে হওয়ার কথা ছিল অ্যামির। তবে ২০২১ সালে ভাঙে সেই সম্পর্ক। এ বার অ্যামির জীবনে নতুন প্রেম।

সুইজারল্যান্ডের একটি ব্রিজের মাঝে অ্যামিকে প্রোপোজ করলেন এড। এ দিন অ্যামির পরনে ছিল সাদা স্যুট আর এড পরেছিলেন একটি গ্রে জ্যাকেট।