১২ ডিসেম্বর ধুমধাম করে আজহারউদ্দিনের ছেলে আসাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সানিয়া মির্জার বোন আনাম মির্জা।
বোনের বিয়েতে চাঁদের হাট। অতিথিদের আপ্যায়নে খোদ টেনিস সুন্দরী।
ছেলে ইজহানকে কোলে নিয়েই বিয়ের অনুষ্ঠানে নজর কাড়লেন গ্ল্যামারাস সানিয়া।
শনিবার হায়দরাবাদে বিয়ের জমকালো রিসেপশনের মাঝেই ফটোশুটে আনাম-আসাদ।
ছেলের রিসেপশনে সস্ত্রীক প্রাক্তন ভারতীয় অধিনায়ক আজহার। উপস্থিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
আমন্ত্রিতদের তালিকায় সানিয়ার পরম বন্ধু ফারহা খানও।
তারকাখচিত বোনের বিয়ের অনুষ্ঠানে নেটিজেনদের চোখ আটকে সানিয়াতেই। ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন একগুচ্ছ ছবি।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.