শরীরের গড়ন নিয়ে একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন। শুনতে হয়েছে স্তন নিয়ে খোঁটাও!
তবে সেই অনন্যা পাণ্ডেই এখন পুরোদস্তুর 'লেডি'। বলিপাড়ার নবীনপ্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম সুন্দরী নায়িকা।
নেপোটিজম বিতর্কে অনেক দিন আগেই নাম লিখিয়ে ফেলেছেন চাঙ্কি পাণ্ডেকন্যা অনন্যা। তবে সেসব কোনওদিনই পাত্তা দেননি।
বরং বর্তমানে অনন্যা পাণ্ডের ব্যক্তিগতজীবন নিয়ে অনেক বেশি চর্চা বিটাউন থেকেই সোশ্যাল মিডিয়ায়।
কারণ, বলিপাড়ার অন্যতম 'মোস্ট এলিজিবল ব্যাচেলরের' সঙ্গে প্রেম করছেন নায়িকা। তিনি আদিত্য রায় কাপুর।
আর সেই প্রেক্ষিতেই অনন্যা পাণ্ডের সোশ্যাল মিডিয়ায় এখন দিনরাত চোখ থাকে অনুরাগীদের।
এবার বেইজ রঙের লেহঙ্গা পরে নেটপাড়ায় ছ্যাঁকা দিলেন অনন্যা পাণ্ডে। উন্মুক্ত কাঁধ। মিনিমাল মেকআপ। গলায় হিরের গয়না। আর সেসব ছবি দেখেই সরগরম নেটপাড়া।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.