Advertisement
Advertisement
Anupam Kher

‘শান্তিনিকেতনে যাবই, কারও ক্ষমতা নেই আটকানোর’, কলকাতায় এসে হুঙ্কার অনুপম খেরের

কলকাতার জাদুঘরে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য অভিনেতার।

বাংলায় এসেই সুর চড়ালেন অনুপম খের। "শান্তিনিকেতনে যাবই, কারও ক্ষমতা নেই আটকানোর", কলকাতার জাদুঘরে বক্তব্য রাখতে গিয়ে হুঙ্কার অভিনেতার।

কলকাতায় এসে রবিবার সকালে কালীঘাটে গিয়েছিলেন অনুপম খের। পরে জাদুঘরের অনুষ্ঠানে যোগ দেন।

জাদুঘরের এই অনুষ্ঠানে অনুপমের পাশাপাশি ছিলেন 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং স্বপন দাশগুপ্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুপম দাবি করেন, শান্তিনিকতনের অশান্তির খবর তাঁর কানে এসেছে। ফলে সেখানে তিনি যাবেনই। কারণ বিশ্বভারতী তাঁর দেশের বিশ্ববিদ্যালয়।

এরপরই আবার অনুপম বলেন, গুটিকয়েক ইঁদুর তাঁর মতো বাঘকে ভয় দেখাতে পারবে না।