বিয়ের ২ মাস পর হানিমুনে অনুপম-প্রশ্মিতা! ‘সোহাগে-আদরে’ তুরস্কে কেমন কাটছে মধুযাপন? সঙ্গীতদুনিয়ার তারকাদম্পতির হানিমুন ট্যুরের ছবি দেখুন।
মাস দুয়েক হল জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অনুপম-প্রশ্মিতা (Anupam Roy, Prashmita Paul)। বিয়ের পর গায়কের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন সংসারের ঝলক তেমন দেখা যায়নি।
কাজের আপডেটই প্রাধান্য পেয়েছে সেখানে। প্রশ্মিতার ক্ষেত্রেও তাই। তবে নবদম্পতি যে গুছিয়ে সংসার করছেন, সেকথা তাঁরা নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমের কাছে।
এবার বিয়ের মাসদুয়েকের মাথায় তুরস্কে মধুচন্দ্রিমায় গেলেন অনুপম-প্রশ্মিতা। ইস্তানবুল থেকে একগুচ্ছ ছবি দিয়েছেন অনুপম-প্রশ্মিতা।
কখনও তাঁদের ফ্রেমে ধরা দিল ব্লু মস্ক, বসফোরাস আবার কখনও হাগিয়া সোফিয়া।
মধুচন্দ্রিমার মাঝে অনুপম-প্রশ্মিতা ঢুঁ মারলেন ইস্তানবুলের গ্র্যান্ড বাজারেও।
কখনও প্রশ্মিতার জন্য ফটোগ্রাফার হলেন অনুপম রায়। আবার কখনও ইস্তানবুলের গ্র্যান্ড ফ্রেমে স্বামীকে ছবি তুলে দিলেন স্ত্রী গায়িকা।
তবে হানিমুন ট্যুরে শুধুমাত্র একটি ছবি ছাড়া, আর কোনওটিতেই একফ্রেমে পাওয়া গেল না অনুপম-প্রশ্মিতাকে।
অনুপম-প্রশ্মিতার রসনাতৃপ্তির ঝলকও মিলল তাঁদের হানিমুন ট্যুর ডায়েরিতে। বকলাভা, যা কিনা সেদেশের প্রধান মিষ্টি বলেই পরিচিত।
বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় মধুচন্দ্রিমা সফরের একগুচ্ছ ছবি দিলেন অনুপম। সেখানেই জানা গেল, তাঁরা গিয়েছিলেন প্রিন্সেস আইল্যান্ডেও।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.