ভাঙল সাত দশকের রীতি। এই প্রথমবার দিল্লি নয়, বেঙ্গালুরুতে হল সেনা দিবসের প্যারেড।
১৯৪৯ থেকে সেনা দিবসের কুচকাওয়াজ হত দিল্লির প্যারেড গ্রাউন্ডে। এবার বেঙ্গালুরুর গোবিন্দস্বামী প্যারেড গ্রাউন্ডে হল সেই কুচকাওয়াজ।
৭৫তম সেনা দিবসকে বিশেষ করে তুলতে বিশেষ আয়োজন করা হয়েছে। তাই এই স্থান বদল বলে খবর।
সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে উপস্থিত ছিলেন প্যারেড। তিনি সেনাবাহিনীর বীরত্ব পুরস্কার বা গ্যালান্টারি অ্যাওয়ার্ডও দেন।
সেনাবাহিনীর তরফে নানা কসরত প্রদর্শন করা হয়। মোটরবাইকে স্টান্ট দেখান সেনাবাহিনীর সার্ভিস কর্পস টর্নেডো। প্য়ারাট্রুপাররা স্কাই ডাইভিং করেন।
সেনা দিবসের প্রাক সন্ধেয় দিল্লির ওয়্যার মেমোরিয়ালে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানান সেনাপ্রধান ও উচ্চপদস্থ আধিকারিকরা।
১৯৪৯ সালে শেষ ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল হাত থেকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব তুলে নেন জেনারেল কেএম কারিয়াপ্পা। তিনিই প্রথম ভারতীয় সেনাপ্রধান হন। এই দিনটিকে মনে রাখতেই প্রতি বছর ১৫ জানুয়ারি সেনা দিবস পালন করা হয়।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.