আন্তর্জাতিক যোগদিবসে জম্মু ও কাশ্মীরে যোগাসনে ভারতীয় সেনা।
রবিবার সকালে যোগ ব্যায়াম সারলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।
লাদাখে ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) কর্মীদের সঙ্গে যোগাসনে শামিল বৌদ্ধ ধর্মাবলম্বী সাধুরাও।
স্বাস্থ্যই সম্পদ। সাধারণ মানুষকে যোগের উপকারিতা বোঝাতে কুস্তিগির সুশীল কুমারের সঙ্গে যোগ দিলেন যোগগুরু রামদেব।
ফিটনেসের জন্য বরাবরই প্রশংসিত তিনি। আর আন্তর্জাতিক যোগ দিবসে তিনি শিরোনামে থাকবেন না তাও কি হয়? ইনস্টাগ্রামে নিজের যোগের ভিডিও পোস্ট করলেন বলি ডিভা শিল্পা শেঠী।
ছেলে অর্জুন এবং মেয়ে সারার সঙ্গে শরীরচর্চা শচীন তেণ্ডুলকরের। নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন ক্রিকেট ঈশ্বর।
বয়স সংখ্যা মাত্র। নিজের ফিটনেস দিয়েই প্রমাণ করেছেন বলিউড অভিনেতা মিলিন্দ সুমন। এই ছবিই বলে দিচছে লকডাউনেও তিনি একইরকম ফিট।
সূর্যগ্রহণের সকালে দিল্লিতে যোগাসন সারলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।
পথ দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে অনুসরণ করেই যোগদিবসে শরীরচর্চা করতে দেখা গেল লাদাখের বিজেপি সাংসদ শেরিং নামগিয়ালকে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.