আজ অর্থাৎ ২৫ এপ্রিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রাত ১২ টায় শোভন চট্টোপাধ্যায় ও মেয়ে মেহুল-সহ ঘনিষ্ঠদের নিয়েই সেলিব্রেশনে মাতলেন তিনি।
মেয়ে ও শোভনকে পাশে নিয়ে কেক কাটলেন বৈশাখীদেবী। তাঁদের তরফে পেলেন উপহারও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই পোস্ট করলেন বৈশাখী।
কিন্তু বৈশাখীকে কী উপহার দিলেন শোভন? একটি ছবিতে দেখা যাচ্ছে বৈশাখীর হাতে একটি কার্ড। কাগজের ফুলে সাজানো সেই কার্ডের উপর লেখা, "ডার্লিং ওয়াইফ।"
কেক কাটা, উপহার লেনদেনের পর ঘনিষ্ঠ অবস্থায় ধরা দিলেন শোভন-বৈশাখী। আলিঙ্গনের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন।
আদরের কন্যা মেহুলও খামে ভরে উপহার তুলে দিল মায়ের হাতে।
কার্ডের পাশাপাশি আরও একটি উপহার বৈশাখীকে দিলেন শোভন। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ওই কার্ড। কারণ, সেখানে বৈশাখীকে 'ওয়াইফ' বলে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন আগেই নিজেদের মনের মিলের কথা স্বীকার করে নিলেও বিবাহের কথা জানাননি তাঁরা। যদিও দুর্গাপুজোর দশমীতে শোভনের হাতে সিঁদুর পড়তে দেখা গিয়েছিল বৈশাখীকে।
শোভন-বৈশাখী বিবাহ বন্ধনে আবদ্ধ কি না, তা কারও কাছে স্পষ্ট ছিল না। তবে এদিনের কার্ড সব প্রশ্নের উত্তর দিল বলেই মনে করছেন নেটিজেনরা।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.