জামাইষষ্ঠী। অথচ শোভন চট্টোপাধ্যায়ের জন্য এলাহি আয়োজন হবে না, তা কি হয়? ঠিক কীভাবে এই বিশেষ দিনটি সেলিব্রেট করলেন, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেই জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
বৈশাখী জানিয়েছেন, তাঁর মা অসুস্থ। তাই তাঁর নির্দেশ মেনেই সমস্ত রান্নাবান্না করা হয়েছিল। সামনে থেকে সবটা করতে না পারলেও 'জামাই' আদরে কোনও ত্রুটি রাখেননি 'শাশুড়ি'। তাঁর তদারকিতেই সব আয়োজন করা হয়।
মা ষষ্ঠীর পুজো দিয়ে শোভন চট্টোপাধ্যায় এবং মেয়ে মহুলের সঙ্গে খাওয়া-দাওয়া সারেন বৈশাখী।
এই স্পেশ্যাল দিনে মেনুতে কী কী ছিল? কাটলেট, মাছভাজা থেকে পোলাও, ধোকার ডালনা, ইলিশ মাসের ঝাল, চিংড়ির মালাইকারী, কষা মাংস- কিছুই বাদ পড়েনি।
জামাইষষ্ঠী বলে কথা, মিষ্টিমুখ তো করতেই হয়। নানা ধরনের সন্দেশ ও মিষ্টি।
নিজের হাতে মেয়ে এবং শোভন চট্টোপাধ্যায়কে খাইয়েও দিলেন বৈশাখী।
তিনজনই সেজেছিলেন লাল রঙের পোশাকে। শোভনের পরনে ছিল লাল-সাদা চেক পাঞ্জাবি। বৈশাখী পরেছিলেন সোনালি পাড়ের লাল শাড়ি।
ছবি পোস্ট করে বৈশাখী লেখেন, তাঁর মায়ের কাছে শোভন জামাইয়ের চেয়েও বেশি ছেলের মতো। সামনে থেকে জামাই আদর করতে না পারলেও আয়োজনে কোনও ঘাটতি রাখেননি। মায়ের প্রতি ভালবাসাও জানান বৈশাখী।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.