Advertisement
Advertisement
Erica J Fernandes

ফ্লোরাল টপ, পিঙ্ক প্যান্ট, বক্ষ বিভাজিকায় যৌবনের উসকানি, চিনতে পারছেন এই নায়িকাকে?

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ইনি।

ম্যাঙ্গালোরে জন্ম হলেও মুম্বইয়ে বেড়ে ওঠা হিন্দি টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রীর। 'কসৌটি জিন্দেগি কে'র নতুন মরশুমের নায়িকা প্রেরণা ছিলেন ইনি। চিনতে পারছেন?

এরিকা জে. ফার্নান্ডেজ। হ্যাঁ, ছোটপর্দার এই অভিনেত্রীই সমুদ্র সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন। আর সেই মুহূর্ত হয়েছে ক্যামেরাবন্দি।

বসন্তের এই সময়ে সমুদ্রের নোনা জলে যেন আগুন ধরিয়েছে এরিকার এই ছবি। ফ্লোরাল টপে নায়িকার বক্ষ বিভাজিকা উন্মুক্ত। তার পাশাপাশি নজর কাড়ে এই পিঙ্ক বিকিনি প্যান্ট।

ছোটবেলা থেকেই মডেলিং করেন এরিকা। তামিল সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন। তার পর একাধিক তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন।

২০১৬ সালে 'কুছ রং প্যায়ার কে অ্যায়সে ভি' সিরিয়ালের মাধ্যমে হিন্দি টেলিভিশনে এরিকার সফর শুরু হয়। তার পর 'কসৌটি জিন্দেগি কে' ও 'কুছ রং প্যায়ার কে অ্যায়সে ভি- নই কাহানি'তে দেখা যায় তাঁকে।