Advertisement
Advertisement

Breaking News

ফলহারিণী অমাবস্যায় মা সারদাকে দেবীরূপে পুজো করতেন শ্রীরামকৃষ্ণ, বেলুড়ে আজও অমলিন রীতি

রামকৃষ্ণ মঠ ও আশ্রমে ফলহারিণী অমাবস্যার পুজো 'ষোড়শী' পুজো নামে পরিচিত।

জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে বেলুড় মঠে ফলহারিণী কালীপুজো। ছবি: রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ।

রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন। শ্রীমা সারদাকে ষোড়শীরূপে পুজো করেছিলেন তিনি। ছবি: রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ।

রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো 'ষোড়শী' পুজো নামে পরিচিত। ছবি: রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ।

১২৮০ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণরূপের পুজো করেছিলেন। ছবি: রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ।

সেই রীতি মেনে বেলুড় মঠে ফলহারিণী কালীপুজোর আয়োজন করা হয়। ছবি: রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ।

ফলহারিণী কালীপুজো উপলক্ষে বিশেষ আরতির বন্দোবস্ত করা হয়। ছবি: রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ।

বেলুড় মঠে সারদাদেবীকে বিশেষ ভোগও নিবেদন করা হয়। ছবি: রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ।