জেলা সফরে পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কামারপাড়ার এক বাসিন্দা রঞ্জিৎ রাণা আবাস যোজনায় বাড়ি হয়নি বলে অভিযোগও করেন। তৎক্ষনাৎ তাঁর সঙ্গে থাকা আধিকারিকদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দেন তিনি।
সার্কিট হাউসে ঢোকার মুখেই ছোট-ছোট শিশুদের নিয়ে হাজির হয়েছিলেন স্থানীয় কাউন্সিলর মৌ রায় থেকে শুরু করে অন্যান্যরা। এদৃশ্য দেখতে পেয়ে চলন্ত গাড়ি থামিয়ে তা থেকে নেমে সটান তাদের কাছে চলে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোলে তুলে নেন তৃপ্তি রাণা নামে এক বছরের এক শিশুকন্যাকেও।
শিশুদের কেউ রূপশ্রী, কেউ স্বাস্থ্যসাথী, কেউ লক্ষ্মীর ভাণ্ডার, শিশু সাথী, কন্যাশ্রীর প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে দাঁড়িয়েছিল।
রূপশ্রীর প্ল্যাকার্ড ঝুলিয়ে কনের সাজে দাঁড়িয়েছিল এক শিশুকন্যা। তার পাশে বর সেজে অপর এক শিশু। তাদের ওই বেশে দেখে মৃদু আপত্তিও জানান তিনি।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.