বছর কাজের ব্যস্ততা তো থাকেই। কিন্তু সময় পেলেই ব্যগপত্তর গুছিয়ে ট্যুরে বেড়িয়ে পড়েন দেব-রুক্মিণী।
এবার একেবারে লম্বা ট্যুরে টলিপাড়ার তারকাজুটি। দেব-রুক্মিণীর বিয়ে নিয়ে যখন কৌতূহলের অন্ত নেই ভক্তমহলে, তখন দুই তারকা কিন্তু চুটিয়ে বিদেশ ভ্রমণ করছেন।
ইউরোপের বেশ কয়েকটি জায়গায় ছুটি কাটিয়ে এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশে দেব-রুক্মিণী।
রবিবার সপ্তাহান্তে যখন অনুরাগীরা ছুটির মেজাজে, তখন পর্তুগালের ছবি দিয়ে চমকে দিলেন তারকাজুটি।
ক্যাপশনে শুধুই সে দেশের পতাকা দিয়ে বুঝিয়ে দিয়েছেন লোকেশন।
একে-অপরের ফটোগ্রাফার। কখনও পড়ন্ত বিকেলে সূর্যকে সাক্ষী রেখে ছবি তুলছেন দেব তো কখনও বান্ধবী রুক্মিণীকে দেখা গেল স্থপতির মাঝে পোজ দিতে।
একে-অপরের ফ্রেমে ধরা দেননি ঠিকই, কিন্তু দেব-রুক্মিণীর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যায়।
ফটোগ্রাফির জন্য লোকেশন ব্যবহার করতে তারকাজুটির জুড়ি মেলা ভার!
দেব-রুক্মিণী দুজনের যে ছবি তোলার হাত পাকা, তা প্রতিটা ফটো দেখেই বোঝা যায়।
সম্পর্ক নিয়ে এখন আর কোনও লুকোছাপা নেই দেব-রুক্মিণীর! সবটাই অনুরাগীদের সামনে রেখে দিয়েছেন তাঁরা।
দুই তারকাকে একফ্রেমে দেখতে না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেছেন অনুরাগীরা। দেব-রুক্মিণী কি শুনছেন?
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.