Advertisement
Advertisement
Street Dogs

‘ওদের খাবার দিন, সাহায্য করুন’, রাস্তার কুকুরশাবকদের জন্য জনসচেতনতার পাঠ স্বস্তিকার

কলকাতার পথে ছোট্ট ছোট্ট কুুকুরছানাদের কোলে তুলে বার্তা দিলেন আরও অনেকেই।

নাই বা আছে ঘর-আশ্রয়, তবু তো ওরা প্রাণ! ওদের কঠিন জীবনকে একটু সহজ করে দিতে সামান্য খাবার আর সহমর্মিতা চাই। পথ কুকুরছানাদের জন্য জনসচেতনায় এমনই বার্তা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।

কালো শাড়ি, সিলভার জুয়েলারিতে সেজে রবিবার কলকাতার পথে নামলেন স্বস্তিকা। কোলে তাঁর খয়েরি, কালো, সাদা - নানা রঙের কুকুরছানা। দিব্যি পোজ দিয়ে ছবিও তুলল তারা। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।

শুধু শাবকদেরই নয়, অভিনেত্রীর আদর পেল মা সারমেয়রাও। পাড়ার যত লালু-ভুলু, সবাইকে একসঙ্গে জড়ো করে স্বস্তিকা বোঝালেন, তিনি নিজে কতটা কুকুরপ্রেমী। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।

রাস্তার ছোট কুকুর ছানাদের বাঁচার উপায় ও সুস্থ থাকার বার্তা দিতেই রবিবার অভিনেত্রীর রাস্তায় নামা। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।

শীত, গ্রীষ্ম,বর্ষা - সারাবছর কত প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে ওরা বড় হচ্ছে। একটু স্পর্শ, একটু সহমর্মিতাই ওদের সব ভুলিয়ে দিতে পারে। এই ভাবনায় রবিবার রাস্তার কুকুরছানাদের কোলে তুলে নিল এক কিশোরী। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।

কোলের ওমে যেন চোখ বুজে আসছে...কালো-খয়েরি কানঝোলা কুুকুরছানাকে কী যত্নে কাছে টেনে নিলেন এই কিশোরী। বার্তা একটাই, আপনিও থাকুন ওদের পাশে। ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।