Advertisement
Advertisement

Breaking News

Tuhina Das

টলিউডের বোল্ড ‘দময়ন্তী’, তুহিনার বিকিনি কালেকশন দেখলে চোখ ধাঁধিয়ে যাবে!

রবিবাসরীয় নেটপাড়ায় বিকিনিতে ঝড় তুললেন তুহিনা দাস! দেখুন অ্যালবাম।

'আসছে আবার শবর'-এর উমা হিসেবে টলিউডে সফর শুরু করেছিলেন তুহিনা দাস।

রবিবাসরীয় নেটপাড়ায় গোলাপি বিকিনিতেই ঝড় তুলে দিয়েছেন তুহিনা দাস।

'ঘরে বাইরে আজ'-এর বৃন্দা যেমনই হোক তুহিনা কিন্তু আদতে বিন্দাস।

তিনি আবার বাংলা ওয়েবদুনিয়ার দুঁদে গোয়েন্দা 'দময়ন্তী' নামেও পরিচিত।

তুহিনার বিকিনি কালেকশন বেশ ভালো এবং তা নানাবিধ রঙের। এই ব্ল্যাক ওয়ান পিসে যেন বাবলি গার্ল অভিনেত্রী।

কখনও আকাশি, কখনও গোলাপি আবার কখনও বা কেতাদুরস্ত গেরুয়া, একেক সময়ে একেক রঙের বিকিনিতে ধরা দিয়েছেন তুহিনা দাস।

তুহিনা দাসের বোল্ড অবতারে যে বারবার অনুরাগীদের বুকে ছ্যাঁকা লেগেছে! তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। (ছবি: ইনস্টাগ্রাম)