Advertisement
Advertisement
Pavel Joins Sonam Wangchuk

‘সরকার হাত গুটিয়ে বসে আছে!’, সোনম ওয়াংচুকের অনশনে শামিল বাংলার পরিচালক পাভেল

লাদাখে ৪০ হাজার মানুষের সঙ্গে আন্দোলনরত পাভেল! কী বলছেন?

১১

গত ৬ মার্চ থেকে অনশন করছিলেন পরিবেশ-মানবাধিকার কর্মী সোনম ওয়াংচুক। সদ্য় ২১ দিনের অনশন ভঙ্গ করেছেন। তবে হাড়কাঁপানো ঠান্ডাতেও লড়াই জারি রেখেছেন তিনি। আর ওয়াংচুকের সেই অনশন আন্দোলনেই শামিল বাংলা থেকে একমাত্র মানুষ। তিনি পরিচালক পাভেল।

১১

'রসগোল্লা', 'বাবার নাম গান্ধিজি', 'অসুর'-এর মতো টলিপাড়ায় ভিন্ন স্বাদের সিনেমা পরিচালনা করে সাড়া ফেলে দিয়েছিলেন পাভেল। সেই পরিচালকই এখন লাদাখে ওয়াংচুকের আন্দোলনে শামিল হয়েছেন।

১১

সোশাল মিডিয়ায় লাদাখে আন্দোলনরত অবস্থায় হাতে প্ল্যাকার্ড নিয়ে ছবি শেয়ার করেছেন পাভেল। তাঁর দাবি, "এটা ইতিহাসের পুনরাবৃত্তি।"

১১

পাভেল বলছেন, "সোনম ওয়াংচুক ২১ দিন ধরে অনশন আন্দোলনে রত। সরকার হাত গুটিয়ে বসে আছে। কেউ আসেওনি সরকারের তরফে। তবে ৪০ হাজার মানুষ তাঁর সঙ্গে রয়েছেন। যাঁদের মধ্যে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত হাজার জন উপস্থিত।"

১১

টলিউড পরিচালকের কথায়, বাংলা থেকে একমাত্র তিনিই লাদাকে গিয়েছেন ওয়াংচুকের আন্দোলনে শামিল হওয়ার জন্য। "লাদাখকে বাঁচান। ভারতকে বাঁচান", পাভেলের আর্জি।

১১

‘থ্রি ইডিয়টস’-এর আসল ‘র‌্যাঞ্চো’ প্রসঙ্গে পাভেলের মত, "এখনও গৌতম বুদ্ধ, মহাত্মা গান্ধি, বাবা আম্বেদকরের পথে আন্দোলন হয়। কেউ লাদাখবাসীদের এই দাবিদাওয়া নিয়ে সরব হচ্ছেন না। সোনম ওয়াংচুকের দাবি সঙ্গত। খুব যুক্তিযুক্ত।"

১১

পাভেল নিজে রিউমাটয়েড আর্থারাইটিস ডপলার পজিটিভ হওয়ায় এযাবৎকাল লাদাখ থেকে দূরেই রেখেছিলেন নিজেকে। কিন্তু সোনমের এই অহিংস আন্দোলন দেখেই আর থাকতে পারেননি কলকাতায়।

১১

অংশ নিতে সোজা লাদাখে পৌঁছে গিয়েছেন উড়ানে। মঙ্গলবার থেকে পাভেল এই আন্দোলনে শামিল হয়েছেন। সোনম ওয়াংচুক তাঁকে মনে করালেন আন্না হাজারের কথা।

১১

টলিউড পরিচালকের আক্ষেপ, "সেইসময়ে কংগ্রেস আমলের সরকারি প্রতিনিধিরা অন্তত অনশন মঞ্চে হাজির হয়েছিলেন। কিন্তু সোনম ওয়াংচুকের ক্ষেত্রে কেউ এলেন না।"

১০ ১১

লোকসভা ভোটের আগে সোনম ওয়াংচুক লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি-সহ একগুচ্ছ দাবি নিয়ে আন্দোলন করছেন। তিনি বলেন, "লাদাখের সাংবিধানিক সুরক্ষা ও সেখানকার মানুষদের রাজনৈতিক অধিকারের জন্য আমার লড়াই চলবে।" হিমায়লের বাস্তুতন্ত্রের সুরক্ষাও রয়েছে সোনমের দাবির মধ্যে।

১১ ১১

দেশের তারকারাও বাস্তবের ব়্যাঞ্চোকে নিয়ে চুপ! পাভেলের ক্ষোভ, "আসলে সোনমের পাশে দাঁড়াতে হলে তারকাদের নিজের গ্যাঁটের কড়ি খরচ করতে হবে। তাছাড়া এখান থেকে কোনও লাভও করতে পারবেন না! তাই হয়তো গ্ল্যামার দুনিয়া লাদাখ নিয়ে মুখে কুলুপ এঁটেছে।"