Advertisement
Advertisement
Hoichi season 4 announcement

হইচই-এর পর্দায় আসছে একাধিক সিনেমা ও সিরিজ! সৌমিত্র, অনির্বাণ, স্বস্তিকা, শ্রাবন্তী -কে নেই?

থ্রিলার সিনেমা, রগরগে রোম্যান্টিক সিরিজ, সবই থাকছে হইচই-এ। জানুন বিশদে।

১১

দেবালয় ভট্টাচার্যের চরিত্রহীন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিরিজের নয়া চমক। থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

১১

এইপ্রথমবার ডিজিটাল ময়দানে পা রাখছে শ্রাবন্তী-সোহম জুটি। বড় পর্দায় এর আগে দুই তারকাকে একসঙ্গে দেখা গেলেও হইচই-এর পর্দায় ফের 'ইনটিউশন' নামক সিরিজে দেখা যাবে তাঁদের।

১১

হইচই-এর ব্যোমকেশ বক্সী হিসেবে অনির্বাণ ভট্টাচার্য বহু আগেই দর্শকমনে ছাপ ফেলেছেন। এবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মগ্ন মৈনাক গল্পটি নিয়ে নয়া ব্যোমকেশ সিরিজ আনছেন অভিনেতা।

১১

ওয়েব ময়দানে মহিলা সত্যান্বেষীর প্রবেশ। আর সেই চরিত্র বাগিয়ে প্রথমেই ছক্কা হাঁকালেন তুহিনা দাস।

১১

প্রথমবার পর্দায় নেটিবাচক চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়। গঙ্গা নামে এক মাফিয়ারাজের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই সিনেকাহিনি অভিনেতা রুদ্রনীল ঘোষের মস্তিষ্কপ্রসূত।

১১

প্রাইভেট গোয়েন্দার ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী। সিরিজের নাম 'গোরা'।

১১

আবারও সাহিত্যকে ছকভাঙা ফরম্যাটে ফেলে দেবালয় ভট্টাচার্যের নতুন ওয়েব সিরিজ আসছে- দেবদাস। রহস্য-রোমাঞ্চ সব উপকরণই মজুত। অভিনয়ে রাইমা সেন, অর্জুন চক্রবর্তী এবং মধুমিতা সরকার।

১১

ফিরছে অর্জুন চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তীর বন্য প্রেমের গল্প সিজন ২।

১১

আবারও সম্পর্কের ঘেরাটোপে রহস্য-রোমাঞ্চ নিয়ে হাজির হচ্ছে রাইমা সেন ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত হইচই-এর জনপ্রিয় সিরিজ 'হ্যালো'।

১০ ১১

আরও বেশ কয়েকটি ছবি ও সিরিজ আসছে। যদিও সেগুলি সম্পর্কে বিশদে বলতে নারাজ প্রযোজনা সংস্থা। সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, কিউ-এর মতো বহু পরিচালকই তাঁদের সম্ভার নিয়ে হাজির হচ্ছেন হইচইয়ে পর্দায়।

১১ ১১

যেমন রয়েছে থ্রিলার সিনেমা, আবার রগরগে রোম্যান্টিক সিরিজও থাকছে হইচই-এর ঝুলিতে।