বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ রিয়া গঙ্গোপাধ্যায়।
টেলিদর্শকদের কাছে তিনি খলনায়িকা। সিরিয়ালে বেশিরভাগ সময়ে রিয়াকে খলচরিত্রেই দেখা যায়। বর্তমানে 'মিলি' সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে।
তবে হট অবতারে সোশাল মিডিয়াতেও মাঝেমধ্যে সাড়া ফেলেন রিয়া।
সম্প্রতি একটি বোল্ড ফটোশুটে দেখা গিয়েছে বাংলা টেলিভিশন জগতের এই খলনায়িকাকে। যা দেখে ভক্তদের প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড়।
'৩৬ ঘণ্টা' নামে কৌশিক রায়ের সঙ্গে একটি সিরিজেও অভিনয় করেছেন রিয়া গঙ্গোপাধ্যায়। এপ্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, "আউটডোরে খুব টাফ শিডিউলে শুট করেছি। ধারাবাহিকের পরে এমন রহস্যময় ওয়েব সিরিজ, খুবই উপভোগ করে কাজ করেছি।"
পাশাপাশি দেবালয় ভট্টাচার্য পরিচালিত এক ওয়েব সিরিজেও শোলাঙ্কি, অলিভিয়ার সঙ্গে দেখা যাবে রিয়া গঙ্গোপাধ্যায়কে। (ছবি : রিয়া গঙ্গোপাধ্যায়, ইনস্টাগ্রাম )
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.