Advertisement
Advertisement

Breaking News

Bigyan Mancha

পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান সংস্কৃতি প্রসারে বিশেষ উদ্যোগ, কলকাতায় আয়োজিত বিজ্ঞান অভীক্ষা

প্রতিযোগীর সংখ্যা ছিল পাঁচ হাজারেরও বেশি।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, কলকাতা জেলা কমিটির উদ্যোগে আজ, রবিবার কলকাতায় আয়োজিত হল আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান অভীক্ষা ২০২৩।

এদিন শহরের মোট ২৫টা কেন্দ্রে ২০০টি স্কুলের বিভিন্ন পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তাদের সামনে তুলে ধরা হয় বিজ্ঞানের নানা দিক।

বিজ্ঞান অভীক্ষা হল শিশু-কিশোরদের মনন ও চিন্তনে বিজ্ঞান শিক্ষা, সংস্কৃতি প্রসারের অভিমুখী করার প্রয়াস।

জানা গিয়েছে, প্রতিযোগীর সংখ্যা ছিল পাঁচ হাজারেরও বেশি। এই আয়োজনের সহযোগিতায় ছিল মেট্রোপলিটন ইনস্টিটিউট (মেন)।

এদিনের বিজ্ঞান অভীক্ষায় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

যুগের বদলের সঙ্গে বিজ্ঞানের আমূল পরিবর্তন ঘটছে। তাই বিজ্ঞান অভীক্ষার এই প্রয়াস শিশু-কিশোরদের নতুন ভাবনার দিক খুলে দেবে, আশা অভিভাবকদের।