কোটি টাকার পাখি পাচার রুখল বিএসএফ। ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় ধরা পড়ে দু'শোরও বেশি পাখি।
শুক্রবার গভীর রাতে তেহট্ট থানার বেতাই ভারত-বাংলাদেশ সীমান্তে ৮৪ নম্বর বিলাসিপাড়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা লাভবার্ড-সহ বিভিন্ন প্রজাতির মোট ১২৮টি পাখি উদ্ধার করে বিএসএফ।
একই সময় চাপড়া থানার রাঙ্গিয়াপোতা সীমান্তে ৮২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ৯৩ টি লাভবার্ড (ছোট তোতা) আটক করেন।
পাচারকারীদের পাকড়াও করা যায়নি। তবে জানা গিয়েছে, চোরাবাজারে পাখিগুলির আনুমানিক মূল্য কোটি টাকারও উপরে।
উদ্ধার হওয়া পাখিগুলিকে কৃষ্ণনগর ও তেহট্ট মহকুমা বন দপ্তরের হাতে তুলে দেন বিএসএফ কর্মীরা।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.