সামান্থা রুথ প্রভু। মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন দক্ষিণী এই অভিনেত্রীর নাম।
কখনও সুপারহিট ‘পুষ্পা’ ছবির আইটেম গানের জন্য, আবার কখনও শারীরিক অসুস্থতা বা নাগা চৈতন্যের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চার কারণে।
বলিউডেও সামান্থার কদর কম নয়! ফ্যামিলি ম্যান সিরিজে তাঁর অভিনয় মুগ্ধ করেছে সকলকে। সামনেই মুক্তি পাবে তাঁর অভিনীত 'সিটাডেল'-এর হিন্দি সংস্করণ।
২৮ এপ্রিল সামান্তা রুথ প্রভুর জন্মদিন। দেশ-বিদেশের অনুরাগী থেকে দুই সিনে ইন্ডাস্ট্রির সহকর্মীরাই তাঁকে মুড়ে দিয়েছেন শুভেচ্ছায়।
প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর বিপরীতেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন সামান্থা। সিনেমার নাম "ইয়ে মায়া ছেসাভে"। যার অর্থ 'এ কী মায়া করলে!' এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সামান্থাকে। একের পর এক তামিল-তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি। (ছবি : ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.