দিনকয়েক আগেই মুখ্যমন্ত্রী পুজোর মরশুমে বাড়তি আয়ের দিশা দেখিয়েছিলেন। বলেছিলেন, 'চা-ঘুঘনি নিয়ে বেরিয়ে পড়ুন'। তা নিয়ে তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। এবার বিধানসভায় অভিনব প্রতিবাদে বিজেপি বিধায়করা।
বৃহস্পতিবার বিধানসভার গেটের বাইরে পসরা সাজিয়ে বসেন বিজেপি বিধায়করা। কারও কাছে, মুড়ি, চানাচুর। কারও কাছে আবার ঘুঘনি।
বিধানসভার গেটে দাঁড়িয়েই রীতমতো মুড়ি মাখেন বিধায়করা। প্রত্যেকের গায়ে ছিল প্ল্যাকার্ড। 'যুবসমাজকে চা বিক্রির পরামর্শ দেওয়া মানে তাঁদের বিদ্রুপ করা', বললেন বিধায়ক শংকর ঘোষ।
এদিন কেটলি হাতে বিধানসভার বাইরে রাস্তায় হেঁটে চা বিক্রি করতে দেখা যায় অগ্নিমিত্রা পলকে। ট্যাক্সিচালকদের হাতে তিনি তুলে দেন চায়ের কাপ।
শুধু চা নয়, রাস্তায় নেমে গাড়িচালকদের ঝাড়মুড়ির খাওয়ালেন আসানসোেল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.