Advertisement
Advertisement

Breaking News

SSC SCAM

SSC Scam: ‘চোরেদের জেলে ভরো’, ‘দুর্নীতিমুক্ত’ বাংলা গড়ার দাবিতে পথে BJP

সুকান্ত মজুমদার থাকলেও এদিনের মিছিলে ছিলেন না শুভেন্দু অধিকারী।

SSC দুর্নীতি কাণ্ডের প্রতিবাদে পথে গেরুয়া শিবির। বৃহস্পতিবার কলেজ স্কোয়্যার থেকে শুরু হয় মিছিল, শেষ হয় ধর্মতলায়। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

ব্যানার, পোস্টার হাতে পথে নেমেছিলেন বহু বিজেপি কর্মী-সমর্থক। মিছিলে ছিলেন সুকান্ত মজুমদার, রাহুল সিনহারা। কোনও পোস্টারে লেখা, "চোরেদের জেলে ভরো, মমতা গদি ছাড়ো"। কোনওটাতে লেখা, "দুর্নীতিমুক্ত, তৃণমূলমুক্ত বাংলা চাই।" ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

মিছিল থেকে দুর্নীতি মুক্ত বাংলা গড়ার ডাক দেয় বিজেপি। পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবি তোলেন তাঁরা।ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

দুর্নীতির নেপথ্যে আরও কে বা কারা জড়িত তাঁদের শনাক্ত করার দাবি তোলেন বিজেপি নেতা-কর্মীরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

এসএসসি নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠেছিল। জল গড়িয়েছে আদালতে। গত শনিবার সেই দুর্নীতিতে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ এক মহিলাকে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

পার্থ ঘনিষ্ঠ মহিলার ফ্ল্যাটে মিলেছে নগদ প্রায় ৫০ কোটি টাকা। তা নিয়ে তোলপাড় বাংলা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।